• সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৬:১৬ পূর্বাহ্ণ

নীলফামারীতে বিএসটিআই’র বিশেষ অভিযান

সেপ্টে ১০, ২০২৩

স্টাফ রিপোর্টার:
নীরফামারীতে বিএসটিআই’র সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। সোমবার রংপুর বিভাগীয় বিএসটিআই এর উদ্যোগে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের প্রক্রিয়ার জন্য ৭ দিন সময় প্রদান করা হয়। এসব প্রতিষ্ঠানগুলো হলো
নীলফামারী জেলার কিশোরগঞ্জের বড়ভিটা এলাকার রহমান ব্রিকস ফিল্ড, সদরের কচুকাটা বাজার এলাকার ইয়ামিন বেকারী এন্ড কনফেকশনারি, ৩। সৈয়দপুরের কাজীরহাট এলাকার গ্লোরী সিরামিকস।
এছাড়া সদরের কচুকাটা বাজারের আবে হায়াত এগ্রো, এশিয়া ব্রান্ডের সয়াবিন তেলের প্রতিষ্ঠানটিকে চলতি বছরের ২৪ জুলাই উৎপাদন সাময়িক বন্ধের জন্য সীলগালা করা হয় এবং প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী সীলগালা ভেঙ্গে পুনরায় সয়াবিন তৈল , উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করায় বিজ্ঞ দায়রা জজের আদালতে পুনরায় নিয়মিত মামলা দায়েরের জন্য জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
সৈয়দপুরের ঢেলাপীরের ধোকরাকুলে ইকু বুলেট বোস্টার ব্রান্ডের মশার কয়েল উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণকারী প্রতিষ্ঠান সিদ্দিক কেমিক্যাল ওয়ার্কসকে সীলগালা করা হয়। বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্য মশার কয়েল সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে মশার কয়েল উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করায় প্রতিষ্ঠানের অবৈধ উৎপাদন সাময়িক বন্ধের জন্য এ প্রতিষ্ঠানকে সীলগালা করা হয়। প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রয়োজনে আলামত জব্দ করা হয়।
নীলফামারী সদরের দোগাছি এলাকায় অভিজাত বিভিন্ন মশলা, চানাচুর, বিস্কুট, কেক, মুড়ির প্রতিষ্ঠান ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, সৈয়দপুরের কামারপুকুর কলাবাগানের শ্যামলী সিমেন্ট শীট মিলস লিমিটেডের শ্যামলী ব্রান্ডের সিমেন্ট শীট ও পলিমার শীট পণ্যের গুণগত মান বজায় রেখে উৎপাদনের পরামর্শ প্রদান করা হয়।
রংপুর বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ তাওহীদ আল আমিন প্রমুখ।