• মার্চ ২১, ২০২৩ ১:০৪ পূর্বাহ্ণ

ভোলার ছড়া অভয়াশ্রমে পোনা অবমুক্ত ও মতবিনিময়

মার্চ ১, ২০২৩

চিলমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে মৎস্য অভয়াশ্রমে পোনামাছ অবমুক্তকরণ ও সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ মতবিনিময় ও পোনা অবমুক্ত করণ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আসমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাশ, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, চিলমারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান, ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা, সাংবাদিক সাওরাত হোসেন সোহেল, ইউপি মেম্বার মনছুর আলী, কমিটির সভাপতি আঃ রাজ্জাক প্রমুখ। এর আগে ভোলার ছড়া বিলে বিভিন্ন দেশীয় প্রজাতির ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।