বাংলাদেশের কাছে প্রায় সবক্ষেত্রে পিছিয়ে রয়েছে পাকিস্তান- এমন মন্তব্য জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের একজন কলাম লেখক। দেশটির অন্যতম প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য নিউজ সেই কলাম প্রকাম করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) পত্রিকাটির বিজনেস পেজে এই মতামত কলামটি প্রকাশ করা হয়েছে। যার শিরোনাম করা হয় ‘অ্যা স্টোরি অব নেগলেট’। প্রকাশিত কলামে মনসুর আহমদ লিখেছেন, অর্থনৈতিক উন্নতির জন্য সামাজিক ক্ষেত্রে বিনিয়োগ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এক্ষেত্রে উদাহরণ। বাংলাদেশের মাথাপিছু আয় পাকিস্তানের চেয়ে বেশি এবং দেশটির অর্থনীতি ভারতের পর সবচেয়ে দ্রুত বর্ধমান। গত দুই বছর ধরে পাকিস্তানের মাথাপিছু আয় কমছে।
শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির বর্ণনা দিয়ে পাকিস্তানি লেখক বলেন, এই অঞ্চলে প্রাথমিকে তালিকাভুক্তির হার বাংলাদেশে সবচেয়ে বেশি। আর পাকিস্তানের সবচেয়ে কম। ঝরে পড়া শিক্ষার্থীদের হারও পাকিস্তানে সবচেয়ে বেশি। স্বাস্থ্য ব্যবস্থার পার্থক্য তুলে ধরে লেখক বলেছেন, পাকিস্তানে বেশি চিকিৎসক, নার্স এবং ক্লিনিক বেশি থাকলেও বাংলাদেশিরা পাকিস্তানিদের চেয়ে গড়ে তিন বছর বেশি বাঁচে। পাকিস্তানের তুলনায় বাংলাদেশে শিশুমৃত্যু অর্ধেক। আবার বাংলাদেশ পোলিও মুক্ত দেশ। আর পাকিস্তান বিশ্বের সেই দুই দেশের একটি, যেখানে এখনো পোলিও আছে। সম্প্রতি নাইজেরিয়াকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও মুক্ত ঘোষণা করেছে।
বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তান
