• জুন ৫, ২০২৩ ১০:৩৫ অপরাহ্ণ

ফুলবাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জুন ১৮, ২০২২

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি (ভাটিয়াটারি) গ্রামে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, প্রায় সাত মাস পুর্বে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের আশরাফ আলীর মেয়ে আফরোজা(২২) এর সাথে পূর্ব-ফুলমতি (ভাটিয়াটারি) গ্রামের আব্দুল জব্বারের ছেলে দেলোয়ার হোসেন (২৫) এর পারিবারিক ভাবে বিবাহে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই দেলোয়ার নানা অজুহাতে স্ত্রীর উপর অমানুষিক নির্যাতন চালাতেন। কিছুদিন আগে স্ত্রী আফরোজা জানতে পারেন যে, পুর্বের তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেলোয়ারের সম্পর্ক রয়েছে। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গতকাল শনিবার রাত ১১ টার দিকে একই বিষয় নিয়ে দুজনের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার বেদম মারপিট শুরু করেন। তাৎক্ষনিক মোবাইলে মা চায়না বেগমকে মারপিটের কথা জানায় আফরোজা। এর কিছুক্ষণ পর দেলোয়ার তার শাশুড়ী চায়না বেগমকে আবারও মোবাইল করে জানায়, আপনার মেয়ে মারা গেছে এসে দেখে যান। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী দেলোয়ার কে আটক আছেন। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (১৩)।