• জুন ১০, ২০২৩ ৬:৪৪ পূর্বাহ্ণ

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

অক্টো ১৩, ২০২০

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে বৈদ্যুতিক মটর দিয়ে পুকুরের পানি সেচদিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হামিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নিহত যুবকের নাম হামিদুল ইসলাম(২৮)। তিনি কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। বাড়ির পাশের পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যায় হামিদুল। এ সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতলে নেয়ার পথে তার মৃত্যু হয়।