• জুন ৫, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ

ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

অক্টো ৪, ২০২০

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাডীতে পুকুরের পানিতে ডুবে বৈশাখী খাতুন (১৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর হাজিটারী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের বেড়াকুটি (ঝাকুয়াটারী) গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। তার নানার বাড়ির লোকজন আশপাশ খোঁজা খুঁজি করে একই গ্রামের এমদাদুল হকের পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে এলাকাবাসী। এ ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম।
ফুলবাডী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।