ফুলবাড়ী প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে । আটককৃতরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের কবিরমামুদ এলাকার আনোয়ার হোসেনের পুত্র আব্দুর রশিদ (২৯) ও একই ইউনিয়নের চন্দ্রখানা কলেজটারি এলাকার মৃত আফজাল হোসেনের পুত্র সফিকুল ইসলাম (৩৩)।
পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার একদল পলিশ উপজেলার আমতলা বাজার ও বাঘের বাজার এলাকায় অভিযান চালান। এ সময় চদ্রখানা কলেজটারী গ্রামের দেলদার হোসেনের বাড়ী থেকে মোটরসাইকেলের ট্যাংকির ভেতর থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে হাতেনাতে আটক করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফজলুর রহমান জানা, গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছি তাদের বিরুদ্ধে মামলা দ্বায়ের করে জেল হাজতে পাঠানো হবে।
ফুলবাড়ীতে গাঁজা ও মোটরসাইকেলসহ দুই চোরাকারবারী গ্রেফতার
