রাজারহাট প্রতিনিধি: সম্প্রতি সারা দেশে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ১১ সেপ্টেম্বর রবিবার বিকেলে কুড়িগ্রামের রাজারহাটে আলোই জীবন সংগঠনের উদ্যোগে প্রেসক্লাব রাজারহাট চত্বরে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংগঠনের প্রচার সম্পাদক আতিক আবরার তনয় এর সঞ্চালনায় মানববন্ধন পূর্ব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায়, ইমতিয়াজ আহমেদ (এন্তাজুল), ছাত্রলীগ নেতা তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহানুর আলম সোহেল, আলোই জীবন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সম্পাদক নুর আযম প্রমূখ। বক্তারা অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্রী ফাতেমা আক্তার বীথিসহ সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার পূর্বক বিচারের জন্য দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবী জানান।