হাফিজুর রহমান হৃদয়, নাগেশ্বরী:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড ও এইড কুমিল্লার যৌথ আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিপিজে) এক্টিভিটির অর্থায়নে ৩০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদে এ শুনানী অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুমের সভাপতিত্বে এবং পিপিজে’র প্রজেক্ট ম্যানেজার দেলোয়ার হোসেনের সঞ্চালণায় গণশুনানীতে সাধারণ মানুষের আইনী সহায়তা বিষয়ক প্রশ্নত্তর প্রদান করেন কুড়িগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ কুদরাত-ই-খোদা এবং সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট সুমন আলি।
শুনানীতে কাজী এবং ইউনিয়নের সকল স্তরের জনসাধারণ অংশ নেন।
নাগেশ্বরীতে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী
