ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় একই ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে দু’টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে ও সোমবার দুপুরে রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়ন এই ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার দিবাগত রাতে রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে সুমন রায় (১৮) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। অন্য দিকে সোমবার দুপুরে একই ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামের বিনয় রায়ের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে রত্না রানী (১৫ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা আশংকা করে বলেন, দুই কিশোর কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্কের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
পৃথক দুটি আত্নহত্যার ঘটনা নিশ্চিত করেছেন রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম৷
তিনি বলেন, বেলা ১২টার সময় ছেলেটির আত্মহত্যার খবর পাই৷ তারপরে দুপুর দেড়টার দিকে মেয়েটির আত্মহত্যার খবর পাই। খবর পাওয়ার পর আমি তাদের বাসায় যাই। কি কারনে তারা আত্মহত্যা করলো এটি এখনো পরিষ্কার ভাবে বলা যাচ্ছেনা।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা প্রথমে ছেলেটির লাশ উদ্ধার করি। পরে একই ইউনিয়ন থেকে আরেকটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আত্মহত্যা নাকি অন্য কিছু তা বলা সম্ভব হচ্ছেনা। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে ঘটনার বিষয় জানা যাবে।