• জুন ৯, ২০২৩ ৮:০৩ পূর্বাহ্ণ

জ্বালানী তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

আগ ৯, ২০২২

স্টাফ রিপোর্টার:
সব ধরণের জ্বালানী তেল এবং সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের নছর উদ্দিন মার্কেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের শাপলা চত্বর হয়ে কলেজ মোড়ে যায়। এরপর মিছিলটি কলেজ মোড় থেকে আবার শাপলা চত্বর ও দাদামোড়ে হয়ে বাজারের কালিবাড়ীতে গিয়ে শেষ হয়। এসময় জ¦ালানী তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন কর্মী-সমর্থকরা।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কুড়িগ্রাম জেলা সভাপতি মাওলানামো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা মো, আব্দুল কাদের, সদর থানার সভাপতি মো. শাহ আলম মিয়া, সেক্রেটারী মো. আব্দুল বাতেন সরকার, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল মমিন প্রমুখ।