• জুন ৫, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ

জ্বালানী তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে জাসদ’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আগ ১০, ২০২২

স্টাফ রিপোর্টার:
সব ধরণের জ্বলানী তেল এবং সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কুড়িগ্রাম জেলা শাখা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে শহরের পিটিআই গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহর প্রদক্ষিণ করে শাপলা চত্ত্বরে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আলহাজ¦ শামসুল হক, জাসদ জেলা সভাপতি গোলাম হাবিবুর রহমান বিদ্যুত, সিনিয়র সহ-সভাপতি লুতফর রহমান বাচ্চু, সহ-সভাপতি হাবিবুর রহমান ইদুল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, যুগ্ন সাধারণ সম্পাদক খামির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক খোকন সাহা, জেলা কৃষক জোটের সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইনলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান প্রমুখ।
বক্তারা বলেন, ভর্তুকি কমানো নয়,দুর্নীতি-লুটপাট বন্ধ কর। জ্বালানী খাতের ভুলনীতি, লুটপাটের দায় জনগণের উপর চাপানো চলবে না। জ্বালানী তেলের মুল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবী জানিয়ে অনতি বিলম্বে সব ধরণের জ্বালানী তেল ও সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার ব্যবস্থা সহনশীল রাখার আহবান জানান।