• মার্চ ৩১, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ

চিলমারীতে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত

জুলা ২০, ২০২২


চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পারিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিউটের আয়োজনে বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে বুধবার দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন এমজেএসকেএস পরিচালক শ্যামল চন্দ্র সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমেনা খাতুন, মো: নুরুজ্জামান আজাদ, কর্মশালা সমন্বয়কারী মজিবুর রহমান।
কর্মশালায় অংশ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং সচিবগণ। কর্মশালায় ৫টি শিখন মনোনীত করা হয়।