ঘন কুয়াশার আর প্রচন্ড শীতে জুবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষজন। প্রচন্ড ঠান্ডার সাথে পাল্লা দিয়ে রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে শিশির। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। শীতের কারণে দূর্ভোগে পড়েছে দিনমুজুর, ছিন্নমূল ও চরাঞ্চলের মানুষজন। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
আবহাওয়া অফিস বলছে কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ প্রবাহিত হচ্ছে। আজ সকাল ৬টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন
