• মার্চ ২৯, ২০২৩ ৬:০১ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবসে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন

জুন ৫, ২০২২

স্টাফ রিপোর্টার:
‘একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের আয়োজনে দুই শতাধিক ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক সোলায়মান গাদ্দাফী, কামরুজ্জামান কাজল, নাহিদুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।