• মার্চ ৩১, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

কুড়িগ্রামে বিনামূল্যে শতাধিক ডায়াবেটিস রোগীর মাঝে ওষুধ বিতরণ

আগ ৬, ২০২২

স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামে ডায়াবেটিস রোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলার বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ বকসী ফাউন্ডেশন’এর উদ্যোগে শনিবার দুপুরে কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এ ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ডায়াবেটিক রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন সবুজ বকসী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রাক্তন শিক্ষক মো. আব্দুল ওয়াজেদ ও কুড়িগ্রাম ডায়াবেটিক হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. মো. আরিফুল ইসলাম।এসময় শতাধিক ডায়াবেটিক রোগীর মাঝে এসব ওষুধ বিতরণ করা হয়।