উজানের ঢলে কয়েকদিন ধরে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছে চর, দ্বীপচর ও নদী অববাহিকার নীচু এলাকার অন্তত: ৩০ হাজার পানিবন্দি মানুষ। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। মানুষের পাশিপাশি দেখা দিয়েছে গবাদি পশুরও খাদ্য সংকট।
এদিকে চলমান বন্যায় জেলায় প্রায় ১২ হাজার হেক্টর জমির রোপা আমান ও ১শ হেক্টর জমির সবজি ক্ষেত দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় বেশিরভাগ নষ্ট হয়ে গেছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ও ধরলার পানি সেতু পয়েন্টে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
#
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
