স্টাফ রিপোর্টার:
‘হাতে হাত রেখে কাজ করি, দুর্যোগমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ৪০৪টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করল আমান গ্রুপ। সোমবার দুপুরে যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফুর, আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার মো. কামরুজ্জামান, আমান ফিড’র সিনিয়র ম্যানেজার ডা. অনুকুল চন্দ্র সেন, আমান সিমেন্টের ডেপুটি ম্যানেজার কামরুল হাসান প্রমুখ।
এসময় বন্যার্তদের মাঝে ১০ কেজি চালসহ, চিড়া, ডাল, তেল, লবন, চিনি, বিস্কুটসহ ৯ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কুড়িগ্রামে বন্যা কবলিতদের পাশে দাঁড়াল আমান গ্রুপ
