স্টাফ রিপোর্টার: ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় সড়ক নিরাপদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন চত্বরে র্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সড়ক বিভাগ এবং বিআরটিএ কুড়িগ্রাম ও লালমনিরহাট সার্কেলের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলী নুরায়েন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, বিআরটিএর সহকারি পরিচালক আলতাব হোসেন, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বকসী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিরুজ্জামান রাছেল প্রমুখ।
কুড়িগ্রামে জাতীয় সড়ক নিরাপদ দিবস পালন
