স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা ৩ টি ইউনিয়নে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উদ্দ্যোগে ৩শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমোটার কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাঈদ হাসান অমিত, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সোহেল, রংপুর বিভাগীয় সভাপতি জাহাঙ্গীর আলমসহ সিলেট ও রাজশাহী বিভাগীয় কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি। পাশাপাশি অর্ধশতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ত্রান বিতরণ
