• মার্চ ২৬, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ

কুড়িগ্রামে কমে গেছে জ্বলানি তেলের বিক্রি

আগ ৬, ২০২২

স্টাফ রিপোর্টার:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কুড়িগ্রামে পেট্রোল পাম্পগুলোতে কমে গেছে জ্বালানি তেলের বিক্রি। শুক্রবার রাতে মূল্যবৃদ্ধির খবরে যানবাহন চালকরা পাম্পগুলোতে ভিড় করলেও মজুদ শেষ ও আকস্মিকভাবে পাম্প বন্ধের কারণে অনেকেই তেল সংগ্রহ করতে পারেননি। তবে শনিবার সকাল থেকে পাম্পগুলোতে তেলের বিক্রি কমে গেছে। ভিড় নেই মোটর সাইকেলসহ অন্যান্য যানবাহনের। ডিজেলের মুল্য বৃদ্ধির কারণে আমনের রোপনের জমি চাষের খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিপো থেকে তারা প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেনা। জেলায় ২৩টি পেট্রোল পাম্প রয়েছে বলে জেলা প্রশাসন সুত্রে জানা গেছে।