স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চরাঞ্চলের বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বগুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। উইকেয়ার এর আর্থিক সহযোগিতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার গড়ের হাট ও জয়কুমর এলাকায় রোববার দুপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ পনির উদ্দিন আহমেদ।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন সরকারের পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিকে এগিয়ে আসতে হবে।
বন্যা কবলিত মানুষদের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণসহ বিভিন্ন উপকরণ।
কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার্তদের মাঝে মুনলাইটের খাদ্য সামগ্রী বিতরণ
