• মার্চ ২১, ২০২৩ ৫:০২ পূর্বাহ্ণ

উ‌লিপু‌রে এক মাদক‌সে‌বীর ৬ মা‌সের দন্ড

ডিসে ২, ২০২০

উলিপুর প্রতি‌নি‌ধি:

কু‌ড়িগ্রা‌মের উ‌লিপু‌রে মাদক সেবন ও সংরক্ষ‌ণের অ‌ভি‌যো‌গে এক ব‌্যক্তি‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড দি‌য়ে‌ছেন ভ্রাম‌্যমান আদালত।
বুধবার সকা‌লে পৌরশহ‌রের হায়াৎখাঁ পাঠানপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প‌রিদর্শক তরুণ কুমার রায় ও সহকারী ক‌মিশনার(ভূ‌মি) আশরাফুল ইসলাম রা‌সেল যৌথ অ‌ভিযান চা‌লি‌য়ে এ দন্ড প্রদান ক‌রেন। দন্ডপ্রাপ্ত ব‌্যক্তির নাম বুলেট মিয়া (৩২)। সে ওই এলাকার মৃত জরিপ উ‌দ্দি‌নের পুত্র। এসময় তার কা‌ছে ১০০ গ্রাম গাঁজা ও মাদক সেব‌নের বি‌ভিন্ন সরঞ্জামা‌দি উদ্ধার করা হয়।
উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) আশরাফুল ইসলাম রা‌সেল ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে আমরা তার বা‌ড়ি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে মাদক  ও মাদক সেব‌নের সরঞ্জামাদী উদ্ধার করি। এসময় ভ্রাম‌্যমান আদালত ব‌সি‌য়ে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে ৫০০০ টাকার অর্থদন্ড ও মা‌সের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।