ক্লাশছাড়াই পরীক্ষার তারিখ ঘোষণার প্রতিবাদ, দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টারে তাত্ত্বিক বিষয়ে অটোপাশসহ চার দফা দাবীতে বৃহষ্পতিবার কুড়িগ্রামে মানববন্ধন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাহফুজার রহমান, আশিকুর রহমান ও নওশিন তাবাস্সুম।
বক্তারা বলেন, করোনার কারণে ক্লাশ নাহওয়ায় তাদের এক বছর সেশন জট দেখা দিয়েছে। তার উপর নীতিমালা অনুযায়ী কমপক্ষে দুই মাস তাত্ত্বিক ক্লাশ হওয়ার পর পরীক্ষা নেয়ার নিয়ম। অথচ তাত্ত্বিক ক্লাশ ছাড়াই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। তাই শুধ ুতাত্ত্বিক বিষয়ে অটো পাশের দাবীতে ধারাবাহিক ভাবে আন্দোলন করছে তারা। দাবী মানা না হলে আন্দোলন চলবে বলে জানান বক্তারা।
অটোপাশের দাবীতে কুড়িগ্রামে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসুচি
